জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে আমরা ঐক্যবন্ধ’ এই স্লোগানকে ধারণ করে “বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ” এর যশোর জেলা আহবায়ক কমিটি গঠন। 2
8 / 10
মেধাবী শিক্ষার্থী বিশ্বাস ওয়াহিদুজ্জামান অর্ধডজনের অধিক সরকারী-আধাসরকারী চাকুরী ছেড়ে ২০০৫ সালে জেলা শিক্ষা অফিসে সহকারী পরিদর্শক হিসেবে যোগদান করলেন । ইতোপূর্বে হাইস্কুল-কলেজ ও প্রাইমারী স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকায় শিক্ষা খুটিনাটি তাঁর জানা । তিনি শিক্ষার মান বৃদ্ধির নানারূপ চিঠিপত্রের ড্রাফট করে তাঁর অফিস প্রধানের নিকট দাখিল করেন। তাঁর অধিকাংশই অফিস প্রধান মাঠপর্যায়ে ছাড়তে চান না । কারন এটি করা হলে জেলার শিক্ষার মান অনেক উপরে উঠে যেতে পারে। এসব কাজ করতে শিক্ষকগণের কষ্ট হতে পারে, তাঁদের একটি অংশ অফিসের বিরুদ্ধে বিদ্রোহও করতে পার্ ে। এজন্য চিঠিগুলি আর স্বাক্ষর হয় না। এভাবে বিশ্বাস ওয়াহিদুজ্জামান এ অনেক সদিচ্ছা ও স্বপ্ন মাঠে মারা যাচ্ছিল । বিষয়টি একদিন তিনি তাঁর অগ্রজ উপজেলা নির্বূাচন অফিসারের ঢাকার উত্তারার বাসায় বসে আলোচনা করছিলেন । অগ্রজ পরামর্শ দিলেন একটি প্রতিষ্ঠান তৈরী করো , এর ব্যানারে তুমি তোমার এ্সব মহতি ও জাতি গঠনমূলক কাজ করবে। যেমন কথা তেমন কাজ। এক শুক্রবারে বিশ্বাস ওয়াহিদুজ্জামান মাগুা সদরের আমুড়িয়াতে গ্রামের বাড়ীতে এসে চাচাতো ভাই প্রাইমারীর প্রধান শিক্ষক জান্নাত হোসেনের সাথে আলাপ করলেন । তিনিও একই পরামর্শ দিলেন। ঐদিন বিকালে আমুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে গ্রামের শিক্ষক ও সুধীবৃন্দের নিয়ে একটি প্রস্তুতি সভা করা হল । সিদ্ধান্ত হল গ্রামের মরহুম শিক্ষক , চিকিৎসক ও সমাজপতি মরহুম ডা. আবুল কাশেম বিশ্বাসের নামে একটি পাঠাগার প্রতিষ্ঠার। পরদিন হতেই পাঠাগার শুরু হয়ে গেল।
শিক্ষাপল্লী যুব ফোরাম
গুণীমাতা আছিয়া কাশেম নারী ও শিশু বিকাশকেন্দ্র
text
পরিকল্পনা ও বাস্তবায়নে: শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ,
কারিগরি সহায়তায়: